বদর যুদ্ধ মুসলমানদের ঈমানী চেতনার প্রতীক
-----------মনজুরুল করিম মহসিন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন, ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য অপরিসীম। ইসলামের বিজয় সূচনা হয়েছিল বদর যুদ্ধের মাধ্যমে। দ্বিতীয় হিজরির সতেরো রামাদান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল আল্লাহর একত্ববাদ ও রাসূল (সা.) এর রিসালাতে অবিশ্বাসী বিশাল সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে বিশ্বাসী মুষ্টিমেয় দলের প্রত্যক্ষ সশস্ত্র লড়াই। এ যুদ্ধে প্রায় উপকরণহীন দলটিকে জয়ী করেন মহান আল্লাহ। এ যুদ্ধের দ্বারা সত্য ও মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়। শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্বসভ্যতার ইতিহাসেও এ দিনটির বিশেষ তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। এ যুদ্ধ মুসলমানদের ঈমানী চেতনার প্রতীক। অসত্যের বিরুদ্ধে সত্যের ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয় ঘটেছিলো এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের মাধ্যমে। সেজন্য যুগে যুগে যখনই এ ধরনের ক্রান্তিকাল আসবে তখনই বদর যুদ্ধ মুসলমানদের অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়ার চেতনা যোগাবে।
২৬ মার্চ '২৪, মঙ্গলবার (১৫ রামাদ্বান) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উদযাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন৷
উপজেলা সভাপতি জুনায়েদ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া'র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এম এ রব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, দৈনিক ইনকিলাব পত্রিকার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার প্রতিনিধি মাওলানা কাজী আবুল কালাম, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক মাহবুব খাঁন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সুফি, অফিস সম্পাদক ফয়ছল ইসলাম, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ওসমানীনগরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আজাদ আলী প্রমুখ। 👉
0 মন্তব্যসমূহ