শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গীতা স্কুল পরিচালনা পরিষদ মিরসরাই শাখার উদ্যোগে পালিত হয়েছে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১"


তুষার কুমার দাশ/ মিরসরাই,চট্টগ্রামঃ গত কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশ জুড়ে পরিচালিত হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। তারই ধারাবাহিকতায় আজ জুলাই ২০২১ রোজ শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ে পালিত হয়েছে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১" উপজেলা "গীতা স্কুল পরিচালনা পরিষদ-(GSPP)" এর উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।

বৈশ্বিক মহামারী COVID-19 এর কারণে সাস্থ্যবিধি মেনেই GSPP এর সকল সদস্যবৃন্দ নিজ নিজ বাড়ির আঙ্গিনায় বিভিন্ন  চারাগাছ রোপণ করেন। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন "গীতা স্কুল পরিচালনা পরিষদ-(GSPP)" এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রাজীব চন্দ্র শীল মহাদয় এবং এতে আরো অংশ গ্রহণ করেন "গীতা স্কুল পরিচালনা পরিষদ-(GSPP)" মিরসরাই শাখার সম্মানিত পরিচালক শ্রী জওহরলাল নাথ অভি শ্রী শিবু কুমার শীল, প্রধান সমন্বয়ক শ্রী জুয়েল দাশ, সভাপতি শ্রী অসীম সেন, সাধারণ সম্পাদক শ্রী প্রান্ত দত্ত এবং GSPP এর অন্যান্য সদস্যরা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ