তুষার কুমার দাশ/ মিরসরাই,চট্টগ্রামঃ গত কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশ জুড়ে পরিচালিত হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। তারই ধারাবাহিকতায় আজ ৯ জুলাই ২০২১ রোজ শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ে পালিত হয়েছে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১"। উপজেলা "গীতা স্কুল পরিচালনা পরিষদ-(GSPP)" এর উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।
বৈশ্বিক মহামারী COVID-19 এর কারণে সাস্থ্যবিধি মেনেই GSPP এর সকল সদস্যবৃন্দ নিজ নিজ বাড়ির আঙ্গিনায় বিভিন্ন চারাগাছ রোপণ করেন। উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন "গীতা স্কুল পরিচালনা পরিষদ-(GSPP)" এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্রী রাজীব চন্দ্র শীল মহাদয় এবং এতে আরো অংশ গ্রহণ করেন "গীতা স্কুল পরিচালনা পরিষদ-(GSPP)" মিরসরাই শাখার সম্মানিত পরিচালক শ্রী জওহরলাল নাথ অভি ও শ্রী শিবু কুমার শীল, প্রধান সমন্বয়ক শ্রী জুয়েল দাশ, সভাপতি শ্রী অসীম সেন, সাধারণ সম্পাদক শ্রী প্রান্ত দত্ত এবং GSPP এর অন্যান্য সদস্যরা।
0 মন্তব্যসমূহ