বিশেষ প্রতিনিধিঃ ভোলায় ভুয়া নিউজ পোস্ট করে টাকার বিনিময়ে সাংবাদিক পরিচয়ে এনাম নিজেই মাদকের ডিলার এনে ব্যবসা করেন। মাদকসহ এনাম পুলিশের হাতে আটক হন। সত্য কাউকে ছাড় দিলেও ছেড়ে দেয়না। এনাম তার অপকর্ম ঢাকার জন্য সাংবাদিকতার রুপ ধরে।এনাম সেও না কি আবার মোটা অংকের টাকার বিনিময়ে সাংবাদিকতার কার্ড বিক্রি করেন। তাদের অপরাধ ঢাকার জন্য কিন্ত সমাজে তাদের মুখোশ উন্মোচন হয়েগেছে । আজ হোক বা কাল।
এনাম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক হানিফ মেম্বারের বাড়ির মোখলেসের ছেলে।বর্তমানে এনাম ভোলায় থেকে বিভিন্ন রাজনীতি লোকদের সাথে ও বিভিন্ন সাংবাদিকদের সাথে কিছু প্রশাসনিক কর্মকর্তার সাথে সুসম্পর্ক ঘরে তোলে।
বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নে গড়ে তুলছে মাদক ও জ্বীন প্রতারণার ব্যবসা।এবং ভোলাতে নামকরা মাদক ব্যবসায়ীদের ৫ জনের ভিতরে একজন এই এনাম।বেশ কিছুদিন আগে জেল থেকে জামিনে এসে আবারও চালাচ্ছে মাদক ও জ্বীন প্রতারণা ব্যবসা।
কাচিয়াতে এই প্রতারণার ব্যবসার সাথে এনামের সহযোগিগন যারা জড়িত রয়েছেন তাদেরকেও সেল্টার দিচ্ছে ভোলা থেকে এই এনাম।এলাকাবাসী জানান,এই এনামের অপকর্ম দেখার কেউ নেই।তারা ভোলা জেলার সকল পুলিশ প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছেন এবং বিষয়টি আমলে নেওয়ার জন্য অনুরোধ করেন
0 মন্তব্যসমূহ