প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। ৯ জুন, বুধবার, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান এক যৌথ বিবৃতিতে এই আহবান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কোভিড-১৯ এর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় অনলাইন শিক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করলেও মফস্বলের অধিকাংশ শিক্ষার্থী ডিভাইস ও উন্নত নেটওয়ার্ক সুবিধার অভাবে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি অনীহা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে আশংকাজনকভাবে অনেক শিক্ষার্থী অকালে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ছে। এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিচ্ছে, যার ফলশ্রুতিতে অনেকে আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নিচ্ছে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের অন্যান্য কার্যক্রম প্রায় স্বাভাবিকভাবেই চলছে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। অথচ বিশ্বের বিভিন্ন দেশ যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।নেতৃবৃন্দ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
0 মন্তব্যসমূহ