সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর অংশ হিসেবে শনিবার ৫ জুন গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ বাস্তবায়ন কমিটির যৌথ আয়োজনে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়। পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে খামারিদের নিজস্ব চিন্তা-চেতনায় নানা পদ্ধতির কৌশল প্রদর্শনের সুযোগ করে দিতে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়। গোয়াইনঘাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ভারপ্রাপ্ত ডা. জামাল খাঁন`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আহমেদ কবির খান, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।গোয়াইনঘাটে এবার প্রাণিসম্পদ প্রদর্শনীতে অর্ধশতাধিক প্রাণিসম্পদ প্রদর্শনের স্টল ছিল। প্রদর্শনীতে ৭ ক্যাটাগরীতে মোট ২১টি স্টলকে পুরস্কার ও সনদ দেয়া হয়।
0 মন্তব্যসমূহ