সুমন শর্ম্মা: শ্রীমঙ্গল প্রতি‌নি‌ধি:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউরা এলাকার ধানের জমি থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার  দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের পরিচালক সজল দেব জানান, এর আনুমানিক ওজন ১০ কেজি। লম্বা প্রায় সাত ফুট। এর মূল কারণ হ‌লো জঙ্গ‌লে খাবা‌রের অভাব ও মানু‌ষের অবাধ ‌বিচর‌ণের কার‌ণে তারা ঘন ঘন লোকাল‌য়ে চ‌লে আ‌সে । বি‌শেষ ক‌রে বর্ষাকা‌লে তা আ‌রো বে‌শি হয় । 

বিকেলে লাউয়াছড়ায় অজগরটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।