শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফেঞ্চুগঞ্জে মুক্তিযুদ্ধা সংসদ ও সন্তান কামান্ডের শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রাজু আহমদ রাজন-ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী অসুস্থতার কারণে সুচিকিৎসার জন্য আমেরিকায় চলে যাওয়ার কারণে অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান - দায়িত্বগ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডেরইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দীনসিন্দু

 তিনি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরীর সাক্ষরিত পত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান - দায়িত্বগ্রহণ করেন। বুরহান উদ্দীন সিন্দু - আগেওঅত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান - দায়িত্বসততার সঙ্গে পালন করে গেছেন।

 বুরহান উদ্দীন সিন্দু ভারপ্রাপ্ত চেয়ারম্যান - দায়িত্বপেয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেনআমি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী সাহেবের সুস্থতা কামনা করছি, এবং অত্র ইউনিয়ন পরিষদের আওতাধীন ঘিলাছড়াবাসীর উদ্দেশ্যে বলেনআসসালামু আলাইকুম আদাব, প্রিয়ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন ঘিলাছড়াবাসী

 আমি বুরহান উদ্দীন সিন্ধু , আপনাদের ভোটে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নং ঘিলাছড়াইনিয়নের ইউপি সদস্য পদে প্রথম ধাপে নির্বাচিত হই পরবর্তীতে পেনেলচেয়ারম্যান নির্বাচিত হই- পরে ভারপ্রাপ্তচেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি, এখন আপনাদের দোয়া, আশীর্বাদ, স্নেহ মায়ায় সিক্তহয়ে আবারও আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণকরেছি।

 আপনাদের সকলের আন্তরিকতা, সমর্থন সহযোগিতা ছিলবলেই আপনারা আমাকে জয়যুক্ত করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ঋণী। আমারওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনগুলোতেও আপনাদের পাশে থাকবো। ইতোমধ্যে আমার কোনো কথা বা আচরণে কেউযদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার ভূল গোলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 তিনি বলেন বর্তমানে চলছে করোনা কালিন সময় তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি-নাক-মুখ ঢেকে মাস্ক পরা, সাবান দিয়ে বারবার হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে

 সামাজিক দূরত্ব অর্থাৎ একজন মানুষ আরেকজন থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকবেন। করোনা যেহেতু ছোঁয়াচে, সেহেতু রোগের ভাইরাসএকজন থেকে আরেকজনের দেহে সংক্রমিত হতে পারে, আর সে কারণেইএই কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমরা সবাই চলতে হবে। এবং সবাই চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী সাহেব সহ আমার জন্যদোয়া করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ