শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফেঞ্চুগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার শুভ উদ্বোধন

 

রাজু আহমদ রাজন-ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃসিলেটেরফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে প্রবাসীদের অর্থায়নে  সেবামূলককার্যক্রম ফ্রী অক্সিজেন সেবা (জীবন বাঁচাতে প্রতিদিন) - শুভউদ্বোধন করা হয়েছে।

 গতকাল বুধবার ১৮ জুলাই উপজেলারঘিলাছড়া ইউনিয়নের মুকামেরতল বাজারে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক কার্যক্রম ফ্রী অক্সিজেন সেবা (জীবন বাঁচাতে প্রতিদিন) - শুভউদ্বোধন করেন সিলেট আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

 এসময়উপস্থিত ছিলেন সেবামূলক কার্যক্রম ফ্রী অক্সিজেন সেবা (জীবন বাঁচাতে প্রতিদিন) এর স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।

একবিবৃতিতে স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ বলেন, করোনা রোগিদের মাঝে এটি বিনামূল্যে অক্সিজেন বিতরণ কার্যক্রম। ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আওতাধীন টি ওয়ার্ডসহ উপজেলার আশপাশের এলাকার মুমূর্ষু করোনা পজেটিভ রোগীদের জন্য, বিনামূল্যের এই অক্সিজেন সেবাচলবে।  সেবাটি পেতে কোনো প্রকার অর্থ খরচ করতে হবেনা।

 তারাআরো বলেন, ‘আজ থেকে আমরাদেশ-বিদেশে অবস্থানরত সমাজসেবীদের অর্থায়নে ফ্রী অক্সিজেন সেবা চালু করেছি। প্রতিনিয়ত দেখছি রোগী অক্সিজেনের অভাবে খুব কষ্ট পাচ্ছে। সামর্থ্যহীন এমন কি সামর্থ্যবান মানুষকেওদেখা যাচ্ছে একটুখানি অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। রোগীর স্বজনদের আর্তনাদ হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। আমার এসব দেখেই এমন মানবিক উদ্যোগ নিয়েছি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ