শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ধামরাইয়ে লকডাউন অমান্য করায় ইউ পি সদস্যের ৭ ঘন্টা জেল

 

মোঃ জিহাদুল ইসলাম আনসারী-ধামরাই প্রতিনিধিঃ- ধামরাইয়ে লকডাউনের চতুর্থ দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একজন ইউপি সদস্যসহ দুইজনকে ঘন্টা করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।

এসময় ধামরাই বাজার থেকে গুলিস্তানগামী একটি পরিবহন গাদাগাদি করে যাত্রী নেয়ার অপরাধে ওই গাড়ির চালক আবদুল গফুর (৩৭) কে ৩০ হাজার টাকা জরিমানা মাস্ক না পড়ার অপরাধে সূয়াপুর ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম (৪০) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে জসিম উদ্দিনকে ঘন্টার জেল দেন। এছাড়াও আরো ১৩ জনকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্ন অংকের মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়।

বিষয়ে ধামরাই থানার এস আই সেলিম রেজা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানকালে দুইজনকে ঘন্টার জেল দেয়া হয়। তাদের দুপুর টার দিকে হাজতে রাখা হয়। পরে রাত টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। এরমধ্যে জসিম নামে একজন ইউপি মেম্বার ছিলো।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন, লকডাউনের প্রথমদিন থেকেই আমরা মাঠে রয়েছি। সাধারণ মানুষকে সচেতন করছি। কোথাও অনিয়ম দেখলে জেল জরিমানা করা হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে কার্যক্রম চলমান থাকবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ