বিশেষ প্রতিনিধিঃ মোঃ হাসান ফরাজী
বর্তমান লকডাউনে নিম্নবিত্ত মানুষগুলো জীবন চরম দুর্ভোগে।লকডাউনের কারণে নিম্নবিত্ত মানুষগুলোর জীবন হয়ে গেছে এলোমেলো। নিম্নবিত্ত মানুষগুলো এখন না খেয়ে জীবনযাপন করতেছে।
লাকডাউনের কারণে তারা বাসা থেকে বের হতে পারতেছে না। আর কাজ ও করতে পারতেছে না। এখন নিম্নবিত্ত মানুষগুলোর মুখে একটি কথা ,আর কতো দিন না খেয়ে জীবনযাপন করবো। সরকার করোনা ভাইরাসের জন্য দিন দিন লকডাউন বাড়াচ্ছে । আর এই ফাকে আমরা নিম্নবিত্ত মানুষগুলো না খেয়ে জীবনযাপন করতেছি। সেই টা সরকারকে দেখা উচিত।
আমরাও জানি বর্তমানে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে । করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা ও যাচ্ছে । তাই সরকার লকডাউন বাড়াচ্ছে। এখন কথা হলো আমাদের ও পেট আছে ক্ষৃধা ও লাগে । তাই আমরা না খেয়ে ক্ষৃধার যন্তনায় মারা না যেয়ে করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক ভালো। তাই আমরা ক্ষুধার জালায় বাসা থেকে বের হয়ে কাজে গেলে প্রশাসন আমাদেরকে কাজ থেকে বাসায় পাঠিয়ে দেয়। আর যদি সরকার এই ভাবে লকডাউন বাড়াতে থাকে তাহলে আমাদের খাবার বাসায় পৌঁছিয়ে দেয়া হোক। তাহলে আমরা লকডাউনে বাসা থেকে আর বের হবো না।
0 মন্তব্যসমূহ