অনলাইন ডেস্কঃ দেশজুড়েকরোনা সংক্রমণ বেড়েই চলেছে। হাসপাতালেও বাড়ছেরোগিদের ভীড়। তবে এই কঠোর অবস্থায় আইসিইউ নেই বেশিরভাগজেলার হাসপাতালে। তাই লকডাউনের মধ্যেও একটু ভালো চিকিৎসার আশায় রোগীদের  আনাহচ্ছে ঢাকায় কষ্টের পথ পাড়ি দিয়েও মিলছেনা কাঙ্খিত সেবা।

জামালপুর থেকে স্ত্রীকে নিয়ে এসেছেন আবদুর রহমান। সঙ্গে ছোট ভাই। ১০ দিন ধরে অসুস্থ,অবস্থার অবনতিতে ভালো চিকিৎসা পেতে এসেছেন ঢাকায়। এতো পথপাড়ি দিয়েও মেলেনি আইসিইউ।

দিন দিন বাড়ছেই রাজধানীর বাইরেকরোনা সংক্রমন সেই তুলনায়পর্যাপ্ত স্বাস্থ্যসুবিধা নেই বললেই চলে। রোববার স্বাস্থ্যমন্ত্রী নিজেও স্বীকার করেন, ঢাকায় ভর্তি রোগীদের ৭৫ ভাগই রাজধানীরবাইরের। তাই উপজেলা পর্যায়ের হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু যে গতিতে সংক্রমণবাড়ছে, তার সমান্তরালে সেবার গতি বাড়ানো সম্ভব কিনা তা নিয়ে শঙ্কাআছে ভুক্তভোগীদের।

 সুত্রঃ চ্যানেল 24