অনলাইন ডেস্কঃ
পরেরদিন সিলেট আলীয়া মাঠের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া সিলেটকে বিভাগ ঘোষণা করতে বাধ্য হয়ে ছিলেন।
এমনসিলেট পাগল নেতা আর জন্মাবে না।
আধুনিকসিলেটের রূপকার বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রীএম. সাইফুর রহমান সাহেব। নতুন প্রজন্মের দূর্ভাগ্য,তারা একজন ক্ষনজন্মা এম সাইফুর রহমান'কে দেখার সুযোগপেলো না।
স্বাধীনবাংলাদেশের ইতিহাসে এক ক্ষনজন্মা বিরলপ্রতিভার নাম এম. সাইফুর রহমান। আজকের আধুনিক বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের মহান স্থপতি মরহুম সাইফুর রহমান। তিনিই একমাত্র বাংলাদেশী যিনি বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ডঅব গভর্নরসের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
এমনমহান নেতার জন্যদোয়া করি আল্লাহ যেনো
উনাকেজান্নাতুল ফেরদৌস দান করেন।
0 মন্তব্যসমূহ