অনলাইন ডেস্কঃ দূরথেকে মেঘের ভেলা মনে হলেও আসলে তা ছিল ৩০০ফুট উঁচু বালুঝড়। চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের ডানহুয়াং শহরে হঠাৎ এমন বালুঝড়ের ঘটনায় মুহূর্তেই থেমে যায় জনজীবন। ৩০০ ফুটের সেই বেশি উঁচু বালুঝড়ে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। ঝড়ে মানুষের দৃষ্টিসীমা আটকে যায় মাত্র ২০ ফুটে।
ডেইলিমেইলের প্রতিবেদনে বলা হয়, বালুঝড়ের সময় স্থানীয় পুলিশপ্রধান সব সড়ক বন্ধকরে দেন। কারণ, সে সময় সামনেমাত্র ২০ ফুটের বেশিকেউ দেখতে পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়েই গাড়ি চালাচল বন্ধ করে দেয়া হয়। ডানহুয়াং শহরটি পশ্চিম চীনের উত্তর-পশ্চিমে গোবি মরুভূমি-অধ্যুষিত এলাকা। সেখানে এমন বালুঝড়ের ঘটনা এটাই প্রথম নয়, এর আগেই বহুবারএমন ঝড় হয়েছে।
তবেসোমবারের ঝড় ছিল অন্যবারেরচেয়ে অনেক বেশি উচ্চতার। এমনকি বালুর পরিমাণও এদিন অনেক বেশি ছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বালুঝড়ের সময় প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ রাখার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সুত্রঃ চ্যানেল২৪
0 মন্তব্যসমূহ