রাজু আহমদ রাজন-ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ- দেশবিদেশঅবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল।
মহিবউদ্দিন বাদল এক ঈদ শুভেচ্ছাবার্তায় বলেন ঈদ শান্তি,সহমর্মিতাও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।এই দিনে হিংসা ও হানাহানি ভুলেমানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনেআবদ্ধ হয়।
প্রতিটিপ্রাণে ঈদের আনন্দ ছটিয়ে পড়ুক, প্রতিটি মানব মন জেগে উঠুকভ্রাতৃত্বের বন্ধনে, শুধু ঈদের দিনই এই বন্ধন জাগরুকহোক প্রতি দিন আর তা শুরুহোক ঈদ দিয়ে।
করোনাকালেস্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করারআহবান জানান তিনি।
0 মন্তব্যসমূহ