অনলােইন ডেস্কঃ বিএনপিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন-সরকার ২৮ হাজার কোটিটাকা করোনাকলিন অনুদান দিয়েছে। তার মধ্যে ৮৬ শতাংশ ভুয়া।নাম গুলোর মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম দেওয়া হয়েছে। যাতে টাকা তাদের কাছে ফিরে আসে।এটা সব ক্ষেত্রেই হচ্ছে।
বিএনপিরমহাসচিব অভিযোগ করেন, সরকারের ‘অপরিকল্পিত লকডাউনে’ সাধারণ জনগণের জীবন বিপন্ন। তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম অসহায় মানুষদের তিন মাসের জন্য, অর্থাৎ যে সময়টা লকডাউনচলবে সেই সময়টাতে একালীন ১৫ হাজার টাকাঅনুদান হিসেবে দেওয়া হয়। তারা (সরকার) আমাদের কথায় কান দেননি।
0 মন্তব্যসমূহ