শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আমেরিকার ইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ হয়েছেন রাফিয়া আরশাদ



অনলাইন ডেস্কঃ

আমেরিকারইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ হয়েছেন রাফিয়াআরশাদ। যাকে নিয়ে ইতিমধ্যে মুসলিম বিশ্বের নেতারা পোস্ট করছেন এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানাচ্ছেন!

১৭বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউতেতাঁর মা বলেছিলো হিজাবখুলে যেতে, না হলে তাঁকেসিলেকশন করবেনা। রাফিয়া আরশাদ বলেছিলেন আমার পর্দার জন্য আমাকে সিলেকশন না করলেও আমিকষ্ট পাবোনা। কিন্তু দুনিয়ায় সাময়িক চাকরির জন্য ইসলামের মান ক্ষুন্ন হতে দিবোনা।

সেইইন্টারভিউতে রাফিয়া আরশাদ হিজাবের জন্য সামান্য একটি আইন স্কুলের স্কলারশিপটি পায়নি।  কিন্তুআইন বিভাগের ছাত্রী ছিলেন! আর আজ ১৭বছরের আইন অভিজ্ঞতার পর  সেআমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ পদে নির্বাচিতহয়েছেন ট্রাম্পের দেশে

আপনারজন্য শুভ কামনা রাফিয়া আরশাদ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ