দৃশ্যটি ফেঞ্চুগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর পাড়ের দৃশ্য। হাজার খানেক দোকানপাট এবং শত শত বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলার কোন নির্দিষ্ট স্থান না থাকায় নদী পাড়ের এই অবস্থা। প্রতিদিন শত শত পলিথিন ব্যাগ,বাজারের ময়লা আবর্জনা,গৃহস্থালীর আবর্জনা নদীর পাড়ে ও নদীতে এসে পড়ে পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। তাই আমরা যদি এখন থেকে সচেতন না হই তা হলে এই পরিবেশ বিপর্যয় রোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই কুশিয়ারা নদী তথা এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। পরিশেষে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট আকুল আবেদন দয়া করে সরকারি কোন খাস ভূমির উপর এই সব ময়লা আবর্জনা ফেলার কোন ব্যবস্থা করে দিলে এই কুশিয়ারা নদী তার নাব্যতা ফিরে পাবে এবং এর আশপাশে মনোরম পরিবেশ বিরাজ করবে বলে আমি মনে করি। সবাই কে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদান্তে, কানাই লাল দেব। স্বাস্থ্য সম্পাদক। ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার আবাসিক পঞ্চায়েত কমিটি।
0 মন্তব্যসমূহ