শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বর্নি পয়েন্ট সহ হাইওয়ে রোড এখন সিসি ক্যামেরার আওতায়।

 


মোঃমাহমুদুল হাসান নাঈম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

 

বর্নি পয়েন্ট সহ হাইওয়ে রোড এখন সিসি ক্যামেরার আওতায়। সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায়, ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতায় কোম্পানীগঞ্জ থানা এলাকার গুরুত্বপূর্ণ স্হানে স্হাপন করা হয়েছে নাইট ভিশন সিসি ক্যামেরা।

সিসি ক্যামেরার আওতায় এসেছে টুকের বাজার, থানা বাজার, ভোলাগন্জ বাজার, দয়ার বাজার, ধলাই ব্রীজের পূর্ব পাড় কলাবাড়ীর তিন রাস্তা মোড়, খাগাইল বাজার, বর্ণি পয়েন্ট,ইমরান আহমেদ কারিগরি কলেজের সামনের দলইগাঁও রাস্তা, এম,সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনের আমবাড়ী রাস্তা। স্হাপন করা হবে পাড়ুয়া বাজার, শাহ আরফিন বাজার ও হাইটেক পার্কের সামনের রাস্তায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ