সিলেটেরবিশিষ্ট শিল্পপতি কাজী শামসুল হকের জানাযা সম্পন্ন
মোঃ মাহমুদুল হাসান নাঈম
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
রুপালিএলম্যুানিয়াম প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লি. গোটাটিকরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব কাজীশামসুল হক গতবৃহস্পতিবার বিকেল ৬টায় সিলেট নগরের কদমতলি স্বর্ণশিখা ২০৬ নাম্বার বাসা কাজী ভিলায় ৮২ বছর বয়সেতিনি শেষ নি:শ্বাস ত্যাগকরেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না হিলাইহি রাজিউন। মৃত্যুকালেতিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহঅসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন।
শুক্রবারবাদ জুম'আ কদমতলি জামেমসজিদে প্রথম জানাযা এবং বিকেল ৪ ঘটিকার সময়সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল শাহী ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দু দফায় জানাজারনামাজে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে ছিলেন ।
বিশিষ্টশিক্ষানুরাগী আলহাজ্ব কাজীশামসুল হক ইসামতি ডিগ্রিকলেজের দাতা সদস্য ও সিলেটস্থ জকিগঞ্জএসোসিয়েশনের সহসভাপতি ছিলেন। তাঁর বড় ছেলে কাজীজয়নুল হক রোটারি ক্লাবঅব সিলেট হোয়াইট স্টোনের চার্টার্ড প্রেসিডেন্ট এবং দ্বিতীয় মেয়ে কাজী সাহেদা বেগম স্কলার্স হোম স্কুল কদমতলি শাখার একাডেমিক বিভাগের প্রধান।
এদিকে, রোটারি ক্লাব অব সিলেট হোয়াইটস্টোনের চার্টার্ড প্রেসিডেন্ট কাজী জয়নুল হকের পিতা বিশিষ্ট সংগঠক শামসুল হকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতিগভীর সমবেদনা জানিয়েছেন রোটারি ক্লাব অব সিলেট হোয়াইটস্টোনের প্রেসিডন্ট আলাউদ্দীন শাব্বীর, সেক্রেটারি হাজি আব্দুল খালিক, ক্লাবের অনারারী মেম্বার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান ছামির মাহমুদ, ক্লাবের উপদেষ্টা পিপি মাহবুবুল হক চৌধুরী, পিপিতোফায়েল আহমদ, প্রেসিডন্ট ইলেক্ট জুনেদ আহমদ, চার্টার্ড সেক্রেটারি তাজউদ্দিন লস্কর তারেক, ক্লাবের চার্টার মেম্বার, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা.ইকবাল আহমদ, ক্লাব ট্রেজারার অ্যাডভোকেট মোস্তাক আহমদ, রোটারিয়ান এএস আব্দুল্লাহ পাপলু, রোটারিয়ান শহিদুল হক, রোটারিয়ান বেলাল আহমদ, মুনতাকিম মুন্না, আব্দুস সামাদ তোহেল, রোটারিয়ান মলয় দত্ত মিটু, রোটারিয়ান আশরাফ আমিন দিপু, রোটারিয়ান সুমন চক্রবর্তী ও রোটারিয়ান নুরুলমোমিন মনি প্রমুখ।
একশোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ রোটারিয়ান কাজী জয়নুল হকের বাবার রুহের মাগফেরাত কামনা করন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
0 মন্তব্যসমূহ