শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

১৪ বছ‌রেও ক্ষ‌তিপূরণ পায়‌নি মাগুরছড়ার ক্ষতিগ্রস্থরা


 

সুমনশর্ম্মা : শ্রীমঙ্গল প্রতিনিধি  : ১৪ বছরেও ক্ষতিপূরণ পায়নি মাগুরছড়ার ক্ষতিগ্রস্থরা  আজ ভয়াল মাগুরছড়া দিবস। ১৯৯৭ সালের এইদিন মধ্যরাতে মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাস কুপে ভয়াবহ বিষ্ফোরণে পুড়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ২৫ হাজার গাছ জীবজন্তুসহ আশপাশের প্রায় ৮৭.৫০ একর এলাকা।

এতে চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, সড়কপথ, গ্যাসকূপ, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বিস্ফোরণে পুড়ে যায় ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস। যার তৎকালিন মূল্য প্রায় ১৪ হাজার কোটি টাকা। গ্যাস ছাড়া পরিবেশ অন্যান্য ক্ষতির পরিমাণ সেই সময় ধরা হয়েছিল ১০ হাজার ১১৬ কোটি টাকা।এতে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির বাড়ি-ঘর, সংরক্ষিত বনাঞ্চল, বন পরিবেশের জীববৈচিত্র, চা বাগান, বিদ্যুৎলাইন, আখাউড়া-সিলেট রেলপথ, কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়ক, ভূগর্ভস্থ পানি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় হাজার হাজার বন্যপ্রাণী। পুড়ে যায় ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫ দশমিক ৮৬ বিলিয়ন ঘনফুট গ্যাস। পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের এলাকার বৃক্ষ, পরিবেশ জীববৈচিত্র। দুই যুগ আগের বিস্ফোরণের পুড়ে যাওয়া কয়েকটি গাছ আজও কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে।

অক্সিডেন্টাল কোম্পানি যৎসামান্য ক্ষতিপুরণ দিয়ে ইউনিকল নামে আরেকটি কোম্পানির কাছে ফিল্ড বিক্রি করে বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে ইউনিকল আরেক মার্কিন কোম্পানি সেভরনের কাছে গ্যাসকূপ বিক্রি করে দেশ ত্যাগ করে। তবে এখন সেভরনও তাদের সম্পদ বিক্রি করার প্রক্রিয়ায় রয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ