রাজু আহমদ রাজন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
অদ্য১০-০৬- ২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশমন্ত্রী সাহাব উদ্দিন এম,পি ফেঞ্চুগঞ্জসফর করেন।
সফরেরঅংশ হিসাবে সিলেট -৩ আসনের প্রয়াতসংসদ সদস্য আলহাজ্ব Mahmud Samad Chowdhury MP মহোদয়েরকবর জিয়ারত করেন। মরহুম এমপি সাহেবের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
পরিশেষেচা চক্র অনুষ্ঠিত হয় এতে ফেঞ্চুগঞ্জউপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক Mohib Uddin Badhol সহ উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ওঅংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্যগত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকারএকটি হাসপাতালে ইন্তেকাল করেন সিলেট-৩ আসনের এমপিআলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী।
0 মন্তব্যসমূহ