৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হয়েছে। এরমধ্যে ৫০টি উদ্বোধনের জন্যপ্রস্তুত করাহয়েছে। আগামী বৃহস্পতিবার ভার্চুয়ালি এসবমসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।
মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়সূত্রেজানাগেছে, বাংলাদেশের প্রতিটি জেলাওউপজেলায় একটিকরে‘মডেলমসজিদওইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’শীর্ষক প্রকল্পের আওতায়মুজিববর্ষ উপলক্ষে মোট৫৬০টিমসজিদনির্মাণ করাহচ্ছে। এখন পর্যন্ত প্রথম পর্যায়ে ৫০টিমডেলমসজিদের নির্মাণ কাজশেষহয়েছে।
আগামী বৃহস্পতিবার ১০ জুন যে৫০টিউপজেলায় মডেলমসজিদউদ্বোধন করাহবেসেগুলোহলো— ঢাকারসাভার, ফরিদপুরে মধুখালী, সালথায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ওকুলিয়ারচর, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ী সদর, শরীয়তপুর সদরওগোসাইরহাট, বগুড়ারসারিয়াকান্দি, শেরপুরওকাহালু, নওগাঁরসাপাহার ওপোরশা, সিরাজগঞ্জ জেলাসদরওউপজেলাসদর, পাবনারচাটমোহর, রাজশাহীর গোদাগাড়ী ওপবা, দিনাজপুরের খানসামা ওবিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ ওউপজেলাসদর, রংপুরজেলাসদর, মিঠাপুকুর, উপজেলাসদর, পীরগঞ্জ, বদরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নোয়াখালীর সুবর্ণচর, ময়মনসিংহের গফরগাঁও ওতারাকান্দা,
চট্টগ্রাম জেলাসদর, লোহাগড়া, মিরসরাই ওসন্দ্বীপ, জামালপুরের ইসলামপুর ওউপজেলাসদরউপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরওবিজয়নগরে, ভোলাসদর, সিলেটের দক্ষিণসুরমা, কুমিল্লার দাউদকান্দি, খাগড়াছড়ির পানছড়ি, কুষ্টিয়া সদর, খুলনারজেলাসদর, চাঁদপুরের কচুয়া, ঝালকাঠির রাজাপুর এবংচুয়াডাঙ্গা সদর।
0 মন্তব্যসমূহ