শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দরজা ভেঙ্গে তিন বন্ধু ঢুকে দুইজন গৃহবধূর হাত পা চেপে ধরলেন এবং অন্যজন ধর্ষণ করেন



মোঃ রাজু আহমেদ রাজন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

 

ফেঞ্চুগঞ্জউপজেলার নং ঘিলাছড়াইউনিয়নের ঘাটের বাজার পূর্ব যুধিষ্টিপুর এলাকায় গত ২৭ মেবুধবার রাতে অন্তঃসত্ত্বা এক মহিলা দরজাবন্ধ করে ঘুমিয়ে পড়েন। অভিযুক্তরা রাত আনুমানিক ১২ টায় গৃহবধূরশয়ন কক্ষের দরজা ভেঙ্গে তিন বন্ধু ঢুকে দুইজন গৃহবধূর হাত পা চেপে ধরলেনএবং অন্যজন ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে শুনে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়

অভিযুক্তরাস্থানীয় প্রভাবশালী আবুল হোসেনের মেম্বারের আত্মীয় হওয়ায় প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু স্থানীয় জনগণ তৎপর হওয়া এবং অন্তঃসত্ত্বা মহিলার ভাই থানায় মামলা করলে ফেঞ্চুগঞ্জ পুলিশের তৎপরতায় অবশেষে পলাতক থাকা তিন আসামিকে অভিযান চালিয়ে গ্রফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতআসামিরা ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের সাজু আহমদ ( ২০ ) , উছামা মিয়া ( ২০ ) জুমন মিয়া( ১৯ )। থানা পুলিশ সূত্রে জানা যায়- গত রবিবার রাতেঅভিযান চালিয়ে বড়লেখা থেকে সাজুকে গ্রেফতার করে পুলিশ। আজ সােমবার দুপুরেদক্ষিণ সুরমা থেকে উছামা জুমনকে গ্রেফতারকরা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ