শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কে হচ্ছেন আগামীর শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান


 

সুমন শর্মা

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

শ্রীমঙ্গলউপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান রনধীর কুমার দেব মৃত্যুবরণ করার পর শুন্য পদেরউপ-নির্বাচনে কে হচ্ছেন আগামীরচেয়ারম্যান নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে সাম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে।

এখনোকোন সাম্ভাব্য প্রার্থী সরাসরি প্রচার শুরু না করলেও বামুখ না খুললেও প্রার্থীদেরসমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের নামে প্রচারণা শুরু হয়েছে বা যাদের নামউপজেলার সর্বত্র উচ্চারিত হচ্ছে তাদের ছবি নিন্মে প্রদত্ত হলো।

এসবছবির বাইরে সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের স্ত্রী শিখা রানী দেবের নামও সর্বত্র শুনা যাচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্য দলউপ-নির্বাচনে কাকে প্রার্থী ঘোষণা করে-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ