শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কোম্পানীগঞ্জে চাষি ও মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে উপকরণ বিতরণ


মোঃমাহমুদুল হাসান নাঈম
কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জে চাষী ও মৎস সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে উপকরণ বিতরণ।

সিলেটের কোম্পানীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)- এর আওতায় ২০২০-২১ অর্থবছরে মৎস্য চাষ উপকরণ বিতরন করা হয়েছে। উপকরণ হিসেবে চাষিদের মাঝে মাছের বিভিন্ন ধরণের স্বাস্থ্যকর খাবার এবং মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) মধ্যে কাজের উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়। বুধবার (৯ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ ইমরান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোঃ ইমরান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ১০ জন মৎস্য চাষিকে মাছের খাদ্য উপকরণ এবং ৬ জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির (লিফ) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি লিফ প্রত্যেককে সেক্কিডিসক, পোষাক ও ক্যাপ দেয়া হয়। মৎস্য কর্মকর্তা আরও বলেন, মাঠ পর্যায়ে লিফগণ মৎস্য চাষের ওপর নানাবিধ পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা করে থাকে। তাদের আরও গতিশীল করতে কর্ম সহায়ক এসব উপকরণ বিতরণ করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ