![]() |
‘হেফাজত নয়, ইসলামের প্রকৃত হেফাজতকারী শেখ হাসিনা’ |
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সারাবাংলা’কে তিনি এসব কথা বলেন।
এসএম কামাল বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই এই করোনার মধ্যে মাদরাসার শিক্ষক-ছাত্রদের জন্য ১২২ কোটি টাকা দেওয়া হয়েছে। কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের ১৬ কোটি টাকার বেশি দিয়েছেন। ৫৬০টির বেশি আধুনিক মসজিদ করেছেন ৮ হাজার ৭২২ কোটি ব্যয় করে। এই করোনার মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদেরও তিনি অনুদান দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাই আজকে কওমি মাদরাসার ছাত্রদের যারা জিয়া (জিয়াউর রহমান) থেকে বেগম খালেদা জিয়া; এই ২৮ বছর ক্ষমতায় ছিল, তারা কওমি মাদরাসার ছাত্রদের স্বীকৃতি দেয়নি। জননেত্রী শেখ হাসিনাই স্বীকৃতি দিয়েছেন।’
এস এম কামাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনিমার্ণ করেছেন। তিনি বাংলাদেশে জঙ্গিবাদ বিদায় দিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতির কবর রচনা করেছেন।’
মামুনুল হক এক সময় চার দলীয় জোটের নেতা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এখন তারা মোদির বিরোধীতা করেন, তারা এই মোদীকেই এক সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সেদিন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিএনপির নেতারা ২০১৫ সালের ৭ জুন বলেছেন যে, মোদির সঙ্গে বেগম খালেদা জিয়ার ফলপ্রসু আলোচনা হয়েছে।‘
সারাবাংলা/এনআর/এমআই
0 মন্তব্যসমূহ