শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান

 


সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান  

সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান 

আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি? 

জানলেও জীবনে কখনো তা মান কি? 

সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক  

সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ।  

সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া 

আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া। 

মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি 

দুর্দিনেও তার পাশে থাক কি? 

সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে 

বৈরী সকল পথ মাড়িয়ে চলা 

সুন্নাত দাওয়াতে দীনের পাশাপাশি  ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। 

সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন  

সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন 

সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া 

আরও সুন্নাত হল রাষ্ট্রনায়ক হওয়া 

মুহাব্বতে তার খালিদ-ওমর-আলী 

আবুবকরের মত পাশে থাক কি??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ