শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সিলেটে বাসচাপায় প্রবাসীর মৃত্যু, ৫ বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

 

সিলেটে বাসচাপায় প্রবাসীর মৃত্যু, ৫ বাস ভাঙচুর-অগ্নিসংযোগ


সিলেটের ওসমানীনগরে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মো. চান মিয়া (৪০) নামে এক যুক্তরাজ্য প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার নিজকরণসী দক্ষিণপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে।

বুধবার (১০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। অল্পের জন্য নিহতের স্ত্রীসহ আরও ৩ থেকে ৪ জন রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ৫টি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন।

এতে গুরুতর আহতরা হলেন- নিজকরণসী পূর্ব পাড়া গ্রামের গ্রামের মফিজ মিয়ার পুত্র চুনু মিয়া ও উপজেলার তাজপুর ইউনিয়নের মাঠিহানী গ্রামের নুনু মিয়া। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, চান মিয়া তার নববিবাহিতা স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে মার্কেট করে গোয়ালাবাজার যাত্রী চাউনির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিরতিহীন বাস (ঢাকা মেট্রো-জ-১১-২২৬৪) একটি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাসহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী চান মিয়ার মৃত্যু হয়। আহতাবস্থায় একই গ্রামের চুনু মিয়াসহ অজ্ঞাত আরও ২ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রায় এক মাস পূর্বে দেশে ফিরে গত ২৫ ডিসেম্বর বিয়ে করেছিলেন চান মিয়া। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে ৫টি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে জনপ্রতিনিধিদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ