অনাবিল সুখের পরশে ভাসছে হৃদয় পাড়া
মুমিনের অন্তর খুশিতে আজ যেন মাতোয়ারা
পাপী যত পাপ থেকে দূরে থাকি
রামাধান এলো ফিরে সিয়াম রাখি
সিয়ামের প্রতিদান দেবে রহমান অফুরান
রামাদান ইয়া রামাদান, রামাদান ইয়া রামাদান
রহম নাজাত আর মাগফিরাতের দিন ফিরে এলো রামাদানে
হাজার বছরের শ্রেষ্ট রজনী আবার এলো জীবনে
কোরআন নাজিলের মাস এলো রামাদান
পরম প্রাপ্তি ফিরে এলো
রামাদান ইয়া রামাদান, রামাদান ইয়া রামাদান
অন্তরে তাকওয়া তাওবা করে অতীতের পাপ ক্ষমা চাই
রহমের দার খুলে দিবেন প্রভু ঝড়ে তা হৃদয়ের সীমায়
সিয়াম সাধনার মাস এলো রামাদান
পরম প্রাপ্তি ফিরে এলো
রামাদান ইয়া রামাদান, রামাদান ইয়া রামাদান
0 মন্তব্যসমূহ